Sheikeh Hasina-Modi Agreement-2021

Sheikeh Hasina-Modi Agreement-2021. Bangladesh and India have a good relationship with each other. All the critical moment India always reach out Bangladesh. In 1971 India help to gain independence from west Pakistan. So, the relationship between this two country is still stable. All Indian government was helpful to Bangladesh. Bangladesh celebrating their 50 year independence day. So, Indian prim-minister was invited.

Sheikeh Hasina-Modi Agreement-2021

Seikh Hasina and Modi Government also have good relationship between each other. Its not easy to continue good relation long time. But by the give and taken policy two county keep good relation between each other. After celebrating Golden Jubilee two prim-minister discuss some vital issue and signature a good agreement which is so important between this two country.

All the job seeker and applicant must concern about this agreement. So, We point out this agreement in front of applicant and job seeker. We think All important examination authority must be include this agreement in the question.

Hasina-Modi Agreement 2021

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই এবং সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। এগুলো নিম্নরূপ:
১. দুর্যোগ দমনে সহযোগিতা, ( দুর্যোগ ব্যবস্থাপনা, অভিযোজন ও প্রশমনের ক্ষেত্রে সহযোগিতা)
২. ব্যবসা-বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূরের পদক্ষেপ, (বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূর করতে একটি সহযোগিতা ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা করা)
৩. দুই দেশের জাতীয় ক্যাডেট কোরের মধ্যে সহযোগিতা বিনিময়, (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং ন্যাশনাল ক্যাডেট কোর অব ইন্ডিয়ার (আইএসসিসি) মধ্যে সহযোগিতা)
৪. তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা (বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ড অ্যান্ড  েট্রনিং (বিজিএসটি) সেন্টারের জন্য তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, কোর্সওয়্যার ও রেফারেন্স বই সরবরাহ এবং প্রশিক্ষণ সহযোগিতা ) এবং
৫. রাজশাহীতে খেলার মাঠ বিষয়ে দুই প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারকগুলো সই হয়।
এছাড়া দুই নেতা সাতটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।

১. শিলাইদহের সংস্কারকৃত কুঠিবাড়ি,
২. মেহেরপুরের মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গেও নদীয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক,
৩. একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদেও স্মরণে নির্মিত স্মৃতিসমাধি,
৪. ভারতের উপহার ১০৯টি এম্বুলেন্স
৫. চিলাহাটি-হলদিবাড়ী রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল,
৬. দুটি সীমান্ত হাট উদ্বোধন এবং
৭. স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করা হয়।

সূত্র: প্রথম আলো ও বিডিনিউজ টোয়েন্টিফোর

Our site always ready to serve you by giving right information so that you can get what you need. we always try to give job circular and exam routine. So, you must keep your eyes on our site. If you get any problem please inform us to sure about the right information.

Khojbati.com is a good site for the job seekers. We included so many categories on it. So, we requested to you must keep your eyes on our site. thank you. You can also get job circular here Bangladesh Army Job Circular 2021

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top