রাবির বাসে বাড়ি ফেরতের ট্রান্সপোর্ট অনলাইন নিবন্ধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আটকে থাকা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাসেই বাড়ি ফিরতে পারবেন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়টির দায়িত্বে থাকা উপাচার্য আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করে। এক্ষেত্রে বাড়িতে ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাসে বাড়ি যাওয়ার আর্তি জানায়। বাড়ি ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সশরীরে এসে নিজস্ব তথ্যাদি নিশ্চিত করতে হবে। প্রক্টর অফিসের তালিকার ভিত্তিতেই বিভিন্ন রুটে প্রয়োজন অনুযায়ী বাস দেওয়া হবে।
রাবির বাসে বাড়ি ফেরতের ট্রান্সপোর্ট অনলাইন নিবন্ধন
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে এসে চলমান লকডাউনে আটকা পড়েছেন, আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের বাড়ি পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে ইতিবাচক। বাড়িতে পৌঁছে দেওয়ার সার্বিক বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর এবং পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব। আলোচনা শেষে শিক্ষার্থীদের নিকট তালিকা চাওয়া হবে। তালিকা পাওয়ার পরে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে। আমরা ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিব।
উল্লেখ্য, এর আগে গত মাসের ৩ (জুন) তারিখ এক ভার্চুয়াল মিটিংয়ে বিভিন্ন বর্ষের ২০১৯ সালে আটকে থাকা পরীক্ষাগুলো পুনরায় ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষাগুলো ৪ জুলাই থেকে শুরু করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষণার পরে অনেক বিভাগীয় একাডেমিক কমিটি পরীক্ষার রুটিন প্রকাশ করে।
এর ফলে অনেক শিক্ষার্থী রাজশাহীতে চলে আসে পরীক্ষা দিতে। করোনার প্রকোপ পুনরায় বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত থেকে সরে এসে পরীক্ষা স্থগিতাদেশ দেন। এতে লকডাউন চলায় রাজশাহীতে অবস্থানরত শিক্ষার্থীরা বাড়ি ফেরা নিয়ে বিপাকে পড়েছেন।
রাবির বাসে বাড়ি ফেরতের ট্রান্সপোর্ট অনলাইন নিবন্ধন লিংক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আটকে থাকা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বাড়িতে যেতে পাচ্ছে না। কারণ সারাবাংলাদেশ লকডাউনের আওতায়। এমতাবস্থায় এগিয়ে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ০৯ জুলাই পর্যন্ত নিবন্ধন করা যাবে যারা যারা বাড়িতে যেতে চায়। আমাদের সাইটে পরিবহনের নিবন্ধন লিংক দেওয়া হয়েছে। নিবন্ধন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা লিংকে চাপ দিলেই সকল নির্দেশনা চলে আসবে। তাই যারা এখনও নিবন্ধন করতে পারেননি। অতিদ্রুত নিবন্ধন করে নিন। নিবন্ধন লিংক- https://sites.ru.ac.bd/transport/login.php
For Registration : Click Here
Thank you so much for being with us. Khojbati.com is one of the most fasted and updated site all of job seeker and students of Bangladesh. So, you can get most important information from here. So, you must be keep your eyes on our site. If you get any information gap you must inform us within very sort time that we can get you right information with sort time. Also you can comment below. you can also find another job circular here